ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
৪৭৭

করোনায় মারা গেলেন নওগাঁর এমপি ইসরাফিল আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৮ ২৭ জুলাই ২০২০  

 নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। 

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার ভোর সোয়া ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে মেয়েসহ অসং গুনগ্রাহী রেখে গেছেন। 

তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ আসলেও কিডনি ও ফুসফুসে দেখা দেয় জটিলতা। 
করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ইসরাফিল আলম। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় চলে যান। চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়তে নিষেধ করলেও তিনি শোনেননি। বাসায় থাকা অবস্থায় ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর