ঢাকা, ২৩ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১০ মাঘ ১৪৩২
good-food

২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৫ ২৩ জানুয়ারি ২০২৬  

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে আগামীকাল শনিবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। অর্থাৎ প্রতিদিন ১২০ কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। এই ঘাটতির বড় অংশ পূরণে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়লেও টার্মিনাল রক্ষণাবেক্ষণের সময়ে সেই সরবরাহও কমে যাচ্ছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ভবন। ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির মানুষ। রাজধানী ও আশপাশের এলাকায় সকাল ও সন্ধ্যার রান্নার সময়ে অনেক জায়গায় চুলায় আগুন জ্বলছে না বলে গ্রাহকেরা অভিযোগ করছেন।

পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজির সংকটও চলতি মাসের শুরু থেকেই দেখা দিয়েছে। গ্যাস না পেয়ে রাজধানীর অনেকেই এখন বিদ্যুৎচালিত চুলা ব্যবহার করে রান্না করছেন। এমনকি দ্বিগুণ দাম দিয়েও অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।