ঢাকা, ১০ জানুয়ারি শনিবার, ২০২৬ || ২৭ পৌষ ১৪৩২
good-food
২৫

তামিমকে ‘ভারতের দালাল’ বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৬ ৯ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে কটাক্ষ করেছেন স্বয়ং বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। 

তামিমকে কটাক্ষ করা সেই পরিচালকের এমন মন্তব্যে ক্ষুব্ধ দেশের ক্রিকেট সমর্থকেরা। ক্ষোভ জানিয়েছেন তামিমের সতীর্থরাও। 

তামিমের পাশে দাঁড়িয়ে একে একে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন মুমিনুল হক-তাসকিন আহমেদ-তাইজুল ইসলামরা। সবাই ওই পরিচালকের মন্তব্যের প্রতিবাদ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, “ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে।।” 

বাংলাদেশের এই পেসার আরও লিখেছেন, “দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।” 

একই স্ট্যাটাস দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই অলরাউন্ডার তামিমের বিরুদ্ধে করা নাজমুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
 
আরেক তারকা ক্রিকেটার তাইজুল লিখেছেন, “সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী।” 

“এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্য এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়েই গুরুতর প্রশ্নের জন্ম দেয়।” যোগ করেন তিনি।

তাইজুল আরও লেখেন, “এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” 

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুমিনুল লিখেছেন, “সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।” 

বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, তামিমকে জনসম্মুখে ইচ্ছেকৃতভাবে অপমান করতেই নাজমুল এই স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, “একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি; বরং তাকে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয়, তার বেসিক শিষ্টাচার নেই।” 

মুমিনুল নিন্দা জানিয়ে আরও লেখেন, “আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।” 

এদিকে ওই স্ট্যাটাসে তামিমের সমালোচনা করতে গিয়ে নিজেই তোপের মুখে পড়েছেন নাজমুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস নিয়ে ঝড় উঠেছে। 

বাংলাদেশ দলের ক্রিকেটাররা এরই মধ্যে তামিমের পাশে থেকে বিষয়টির বিচারের দাবি জানিয়েছেন। তোপের মুখে পড়ে নাজমুল নিজেও নিজের ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে ফেলেছেন। তবে তার আগেই স্ট্যাটাসের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তামিম বেশ কিছু কথা বলেছিলেন। 

তার বক্তব্যের একটা অংশ এমন, “আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।” 

এরপরই তামিমের ওই মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তামিমকে ভারতীয় দালাল বলে কটাক্ষ করেন বিসিবির পরিচালক পরিচালক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর