ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৮ কার্তিক ১৪৩২
good-food
২৬৪

বাতায়নে তথ্য হালনাগাদ না করলে সরকারি কর্মচারীদের পদোন্নতি নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৩ ৭ এপ্রিল ২০২৫  

রকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য সদ্য তোলা রঙিন ছবিসহ হালনাগাদ করতে বলা হয়েছে। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব–উল–আলম স্বাক্ষরিত অতি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

এতে বলা হয়, তথ্য হালনাগাদ না করলে পদোন্নতির বিষয়ে বিবেচনা করা হবে না। সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য অনূর্ধ্ব ৬ মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 

যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাঁদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

চাকরি বিভাগের পাঠকপ্রিয় খবর