ঢাকা, ০৩ নভেম্বর সোমবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৮৮১

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৭ ১৬ নভেম্বর ২০২০  

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে একদিনের শোক পালন করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২০) রাষ্ট্রীয়ভাবে এই শোক পালিত হবে।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

 

ওই দিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ভবন এবং বিদেশি মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

প্রজ্ঞাপনে প্রয়াত শেখ খলিফা বিন সালমান আল খলিফাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে আখ্যায়িত করা হয়েছে। 

 

শোকের দিন বাহরাইনের প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর