ঢাকা, ২৪ সেপ্টেম্বর রোববার, ২০২৩ || ৯ আশ্বিন ১৪৩০
good-food
৮৬২

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৫ ২ জুন ২০১৯  


বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। ভাগ্য আজ প্রোটিয়াদের দিকে থাকলেও কাজে লাগাতে পারেনি।
এর আগে টসে জিতেও টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় অসিরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৩০ রান করে বাংলাদেশ। যা টপকাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। 
 বাংলাদেশের সহজ সুযোগ কিংবা হাফ চান্সগুলো নিজেদের করে নিতে পারেনি। তবে পরপর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ব্যাকওয়ার্ড পয়েন্টে মিলারকে মিরাজের ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজ। ভেঙেছেন ৫৫ রানের জুটি। এরপর ফন ডার ডুসেনকে বোল্ড করেছেন সাইফ। প্রথম বল পেয়েছেন নবম ওভারে। দ্বিতীয় ওভার করার জন্য আরও ৯ ওভারের অপেক্ষা। তৃতীয় ওভার পেয়েছেন ১৬ ওভার অপেক্ষার শেষে। অধিনায়ক তাঁকে টানা বল করানোর ব্যাপারে আস্থা পাচ্ছিলেন না বোঝাই যায়। সাইফও আস্থা ফেরানোর মতো তেমন কিছু করেননি। করলেন নিজের চতুর্থ ও ইনিংসের ৪০তম ওভারে।  
অসিদের শেষ অস্ত্র ছিলেন অলরাউন্ডার জেপি ডুমিনি। কিন্তু ৪৩ ওভারেরর সময় ব্যক্তিগত ৪৬ রানে আউট হবার পর ম্যাচ  টাইগারদের হাতে চলে আসে। 
তবে আজকের খেলায় ব্যাটে বলে দারুণ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপে সর্বোচ্চ রান ৩৩০ করে দাপটের সাথে দক্ষিন আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপে শুভ সুচনা করলো টাইগাররা। ম্যাচ সেরা পারফর্মেন্স করেছেন অলরাউন্ডার মাশরাফি। আর কাটার মোস্তাফিজও ছিলেন সেরা বোলার। 
 বাংলাদেশের সহজ সুযোগ কিংবা হাফ চান্সগুলো নিজেদের করে নিতে পারেনি। তবে পরপর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ব্যাকওয়ার্ড পয়েন্টে মিলারকে মিরাজের ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজ। ভেঙেছেন ৫৫ রানের জুটি। এরপর ফন ডার ডুসেনকে বোল্ড করেছেন সাইফ। প্রথম বল পেয়েছেন নবম ওভারে। দ্বিতীয় ওভার করার জন্য আরও ৯ ওভারের অপেক্ষা। তৃতীয় ওভার পেয়েছেন ১৬ ওভার অপেক্ষার শেষে। অধিনায়ক তাঁকে টানা বল করানোর ব্যাপারে আস্থা পাচ্ছিলেন না বোঝাই যায়। সাইফও আস্থা ফেরানোর মতো তেমন কিছু করেননি। করলেন নিজের চতুর্থ ও ইনিংসের ৪০তম ওভারে।  
অসিদের শেষ অস্ত্র ছিলেন অলরাউন্ডার জেপি ডুমিনি। কিন্তু ৪৩ ওভারেরর সময় ব্যক্তিগত ৪৬ রানে আউট হবার পর ম্যাচ  টাইগারদের হাতে চলে আসে। 
তবে আজকের খেলায় ব্যাটে বলে দারুণ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপে সর্বোচ্চ রান ৩৩০ করে দাপটের সাথে দক্ষিন আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপে শুভ সুচনা করলো টাইগাররা। ম্যাচ সেরা পারফর্মেন্স করেছেন অলরাউন্ডার মাশরাফি। আর কাটার মোস্তাফিজও ছিলেন সেরা বোলার। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর