ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৯৮৪

আপনার ছোট অবদান থেকেই বড় পরিবর্তন আসবে দেশে

তারিকুল হাসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৯ ২৯ জুন ২০১৯  

মানুষকে সাহায্য করে, মানুষের উপকার করেই মিলে মন ও আত্বার প্রকৃত শান্তি। সমাজের জন্য কিছু করবো, দেশের জন্য কিছু করবো, এই চিন্তা চেতনা থেকেই পরিবারের জন্য আরও ভাল কিছু করা যায় বলে জানান র‍্যাবের সহকারী পরিচালক, কোম্পানী কমান্ডার, রুহুল আমিন। রাজধানীর দ্রুম ক্যাফে অনুষ্ঠিত মানবতার সেবায় সচেষ্ট সেচ্ছাসেবী সংগঠন আমালের প্রথম সেচ্ছাসেবক সম্বোধণ অনুষ্ঠানে আজ বিকেলে তিনি আমালের একজন সেচ্ছাসেবক হিসেবে এসব কথা বলেন।

 

রাস্তার একটু ময়লা তুলে যদি ডাস্টবিনে ফেলেন সেটাও পরিবেশ সুরক্ষায় আপনার অবদান। এটাই হয়ত আরও সম্ভাবনাময় কিছু করার প্রত্যয় যোগাবে আপনার মনে। এ কথা বলে মানুষ তথা সমাজের সেবায় সবাইকে এগিয়ে আসতে বলেন আমালের একনিষ্ঠ সেচ্ছাসেবক সোয়েব রাতীব।

 

২০১৪ সালের ডিসেম্বরে মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আমাল। বর্তমআনে সারাদেশে চার শতাধিক সেচ্ছাসেবী সদস্য নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে  সংস্থাটি। বগুড়ার চর অঞ্চল থেকে শুরু করে সিরাজগঞ্জ, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এই মানবতার সংগঠন। দারিদ্র ও পথশিশুদের ইদে নতুন জামা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বাচ্চাদের মুখে হাসি ফোটায় আমালের সদস্যরা। এছারা বাংলাদেশে রোহিঙ্গার প্রবেশের পর যখন দুঃখ-দুর্দশায় দিনাতিপাত করছিল, ঠিক তখনি আমাল ও আমালের সেচ্ছাসেবকগণ রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে ছিল খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সুবিধা নিয়ে।

 

আমালের কর্ণধার ইসরাত করিম ইভ দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে বলে জানান, আমাদের ছোট ছোট অবদানগুলো দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে যদি তরুণেরা এগিয়ে আসে আমালের পাশে তবে এক হয়ে আরও বেশি মানুষের সেবা করতে পারবো।

আমালের সেচ্ছাসেবক সংবর্ধণায় দেশের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও আমালের সেচ্ছাসেবকগণ তাদের সেবামূলক কাজের সুখস্মৃতি বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষে সংস্থাটির সেরা সেচ্ছাসেবদের ক্রেস্ট ও দায়িত্বশীল সবাইকে সনদ প্রদান করা হয়।