ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৮৯

ঈদে ৩১ মার্চ থেকে ব্যাংকে মিলবে নতুন টাকার নোট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৫ ২৩ মার্চ ২০২৪  

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকে নতুন টাকার নোট পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় টাকার নতুন নোট ছাড়বে।

 

সে অনুযায়ী আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তপশিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

 

তবে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

 

এতে বলা হয়, পাঁচ টাকার নতুন কাগুজে নোট বাজারে ছাড়া বন্ধ ছিল গত কয়েক বছর। এবার ঈদে পাঁচ টাকার কাগুজে নোটও সংগ্রহ করা যাবে।