ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১৫৬৭

ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৯ জুন ২০১৯  

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটির পর রোববার সরকারি অফিস খুলেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। ঈদের পর প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিবরা সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রথম কর্মদিবসে সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট, সর্বত্রই ঈদ শুভেচ্ছা বিনিময় চলে। একে অপরকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নেন।
এক মাস রোজা পালন শেষে গত বুধবার সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গল, বুধ বৃহস্পতিবার (, জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র শনিবার ( জুন) সাপ্তাহিক ছুটির দিন।
সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে একই চিত্র দেখা গেছে।
রোববার সচিবালয়ে এসে কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাভেদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক-বীমা, শেয়ারবাজারসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংক পাড়ায় এখনো ছুটির আমেজ বিরাজ করছে। ব্যাংক খুললেও প্রথম দিনে কমকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল কম। রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য ব্যস্ততা ছিল কম।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর