ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২৮৮

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৫ ২৬ এপ্রিল ২০২৩  

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ। আর অক্টোবর ও নভেম্বরে গড়াবে বিশ্বকাপ। এর আগে দুঃসংবাদ পেলো ভারত। দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলটির তারকা উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্ত।

 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। ফলে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে অধিনায়কত্ব করতে পারছেন না তিনি। একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি বাঁহাতি ব্যাটার। 

 

চোট থেকে দ্রুত সুস্থ হয়ে উঠলেও ২০২৪ সালের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না পন্ত। এতে স্পষ্ট ওয়ানডে এশিয়া কাপ ও  বিশ্বকাপে নামতে পারবেন না তিনি। এরই মাঝে জুনে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না এ হার্ডহিটার।

 

প্রতিবেদনে বলা হয়, দ্রুত সুস্থ হয়ে উঠছেন পন্ত। তবে পুরোপুরি সুস্থ হতে অন্তত ৭ থেকে ৮ মাস লাগবে। তবে অনেকেই মনে করছেন, আরও বেশি সময় লাগতে পারে। 

 

এর আগে আশা করা হয়েছিল, বিশ্বকাপে ফিরতে পারবেন পন্ত। কিন্তু সেই আশাও শেষ হয়ে গেলো। অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি। 

 

দুর্ঘটনায় পন্তের লিগামেন্টে গুরুতর চোট লেগেছিল। ইতোমরেধ্য তার অস্ত্রোপচার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তা হয়।  এ থেকে সেরে উঠছেন তিনি। 

 

পন্তকে পূর্ণ সহায়তা দিচ্ছে বিসিসিআই। তাকে বোর্ড থেকে সবধরনের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চোট নিয়ে কাজ করছেন তিনি। 

 

এখন পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন পন্ত। যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চান তিনি। এজন্য এনসিএর তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করছেন তরুণ ক্রিকেটার।

 

সম্প্রতি ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে দেখা গিয়েছিল পন্তকে। অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে তাকে। ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, যেকোনও সাহায্য ছাড়া তার হাঁটতে অন্তত কয়েক সপ্তাহ লাগবে। 

 

কেউ কেউ বলছেন, প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন পন্ত। তবে ফিরে আসার পর উইকেটকিপিং করতে তার আরও সময় লাগতে পারে। দীর্ঘ সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। ফলে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে কেএস ভরত, কেএল রাহুল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে বিবেচনা করছে বিসিসিআই। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর