ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪৪৫

কাশ্মীরে আশুরার মিছিলে পুলিশের গুলি, আহত ৪০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ৩০ আগস্ট ২০২০  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পবিত্র আশুরার মিছিলে শটগান গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে অংশ নেয়া শত শত শিয়া মুসলমানদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে তারা। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জাফর আলী নামে এক কাশ্মীরি জানিয়েছেন,  শ্রীনগরের উপকণ্ঠে বেমিনা এলাকায় শোভাযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি ভেঙে দিতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তাকর্মী। 

স্থানীয় বাসিন্দা ইকবাল আহমদ বলেন, মিছিলটি শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশগ্রহণ করেছিলেন।

কাশ্মীর নাগরিক সাজ্জাদ হুসেন বলেন, মিছিলটি শুধু শান্তিপূর্ণই ছিল না, তাতে স্বাস্থ্যবিধিও অনুসরণ করা হয়েছিল। নারী শোককারীদেরও রেহাই দেয়নি সরকারি বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

শ্রীনগর হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, কমপক্ষে ৩০ জন চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের শরীরে গুলি ও টিয়ার গ্যাসের আঘাত রয়েছে।
  
শ্রীনগর পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেয়ার জন্য কমপক্ষে ২০০ জনকে আটক করা হয়েছে। স্বাধীনতাপন্থী স্লোগান তোলায় সন্ত্রাসবিরোধী আইনে কমপক্ষে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।