ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩২০

ক্যাসিনোর টাকা বিদেশে পাচার হয় যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ২২ সেপ্টেম্বর ২০১৯  

ঢাকার ক্লাবপাড়া (খেলোয়াড় তৈরির কারখানা) নিয়ন্ত্রণ করছেন ৫০ মাফিয়া। এদের অধিকাংশই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। তারা রাজধানীর বিভিন্ন ক্লাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালের মতো বসিয়েছেন ক্যাসিনো। 
এ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন মাফিয়ারা। রাতারাতি হচ্ছেন বিত্ত-বৈভবের মালিক। এর মধ্যে মোটা অংকের অর্থ বিভিন্ন কৌশলে বিদেশে পাচার করছেন তারা।
ঢাকার ক্যাসিনোগুলোর আয়ের অর্থ তিনভাবে পাচার হচ্ছে বিদেশে। প্রথমত, এগুলোয় কর্মরত বিদেশি নাগরিকরা বেতন ও অংশীদারি থেকে পাওয়া অর্থ নিজ দেশে পাচার করছেন।
দ্বিতীয়ত, ক্যাসিনোগুলোর একাধিক মালিক নিয়মিত সিঙ্গাপুর, দুবাই, ব্যাংককে গিয়ে জুয়া খেলে উড়াচ্ছেন বিপুল পরিমাণ অর্থ।
তৃতীয়ত, ক্যাসিনোর আয়ের টাকা পাচার করা হচ্ছে বিদেশে অবস্থানকারী সরকারের তালিকাভুক্ত একাধিক শীর্ষ সন্ত্রাসীর কাছে। 
ক্যাসিনো মালিকদের রাজনৈতিক সহযোগীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশের গোয়েন্দা বিভাগ ও ক্যাসিনো সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার ক্যাসিনোগুলোয় অংশীদারির ভিত্তিতে কাজ করেন ৯ জন নেপালি নাগরিক। এগুলো পরিচালনায় অভিজ্ঞ এসব নেপালি নাগরিকের বিভিন্ন দেশে ক্যাসিনোর ব্যবসা রয়েছে। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়ে এ ব্যবসা পরিচালনা করেন তারা। এছাড়া নেপালের আরো প্রায় ২০ জন নাগরিক এদেশের ক্যাসিনোগুলোতে কাজ করেন।