ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৭৪৭

ডিএনসিসি নির্বাচনে বাম জোটের সম্ভাব্য প্রার্থী ডা. রুবেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৪ ২৬ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের অনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক সংগঠনগুলো ইতোমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে। নির্বাচনে অংশ নিতে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী দিতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ড. সাজেদুর হক রুবেল।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পার্টির প্রেসিডিয়াম কমিটির মিটিং এর মধ্যদিয়ে বিষয়টি আমরা চূড়ান্ত করবো। এছাড়াও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিষটি চূড়ান্ত করা হবে। তবে আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করছি। তবে নির্বাচনে অংশ গ্রহণ করবার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

সিপিবি একাই প্রার্থী দেবে নাকি জোটগতভাবে সে বিষয়ে জানতে চাইলে রুবেল বলেন, আগের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বাম গণতান্ত্রিক জোট গঠণ হয়নি। এখন জোট গঠণ করা হয়েছে, তাই এবার জোটগতভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবো। আমরা দীর্ঘদিন ধরে যে বাসযোগ্য ঢাকা আন্দোলন করছি, তার অংশ হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। তবে আমরা সর্বাত্তক চেষ্টা করবো জোটগতভাবে নির্বাচন করবার জন্য।

এ সময় রাজধানী ঢাকাকে নিয়ে তার পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, রাজধানী ঢাকা শুধু মাত্র বড়লোকের ঢাকা না, উত্তরা বনানী গুলশান নিয়ে শুধু মাত্র ঢাকা না। রাজধানী ঢাকাকে সবার জন্য বাস যোগ্য করার প্রয়োজন। বাস যোগ্য করার জন্য শুধু মাত্র মেগা মেগা প্রজেক্ট করে সম্ভব না। বরং এর চেয়ে বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা, গণ সচেতনতা তৈরি, আরো অনেকভাবে টাকা পঁয়সা খরচ না করেও আমরা ঢাকাকে বাসযোগ্য করতে পারি। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য যে বাঁধা গুলো রয়েছে আমরা আহবান করবো নির্বাচন কমিশন যেনো সেগুলো দূর করে। গত ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনের মতো যেনো না হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। এর আগে ২২ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর