ঢাকা, ৩১ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৭ পৌষ ১৪৩২
good-food

নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৮ ৩১ ডিসেম্বর ২০২৫  

রাজনীতির ময়দান আর দীর্ঘ প্রবাস জীবনের সব লড়াই যেন এক লহমায় তুচ্ছ হয়ে গেল। আজ ‍তিনি কোনো দলের নেতা নন, কোনো প্রভাবশালী ব্যক্তিও নন, তিনি কেবলই এক এতিম সন্তান। যে মা তাকে কোলে-পিঠে করে বড় করেছেন, যিনি ছিলেন তার জীবনের শেষ আশ্রয়, সেই মাকেই আজ মাটির চাদরে শুইয়ে দিলেন। তিনি তারেক রহমান খালেদা জিয়ার বড় সন্তান। যিনি নিজ হাতে জিয়া উদ্যানে বাবার কবরের পাশেই মাকে সমাহিত করেছেন। 

বুধবার বিকাল সাড়ে চারটায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয়। 

দাফনকালে খালেদা জিয়াকে নিজ হাতে কবরে শায়িত করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে জিয়া পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে খালেদা জিয়ার জানাজা হয়। এতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। তাদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক।

জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজার আগে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে জীবদ্দশায় মা কোনো ভুল-ত্রুটি করে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তারেক রহমান।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর