ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪৬১

ফের আলোচনায় ‘ভাগ্যরাজ’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৭ ১২ জুলাই ২০২০  

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়ায় খান্নু মিয়ার খামার। সেখানে রয়েছে ৪০ মণ ওজনের গরু। নাম তার ভাগ্যরাজ। 
সেটি দেখতে খামারে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার শত শত মানুষ। খান্নু ও তার পরিবারও তা উপভোগ করছেন।  
সামনের কোরবানির ঈদ। অথচ তাদের কেউই, ভাগ্যরাজকে হাটে তুলতে চান না। প্রত্যেকের চাওয়া, বাড়ি সংলগ্ন খামার থেকেই গরুটি বিক্রি হোক। তাতে দাম একটু কম পাওয়া গেলে যাবে। কারণ, সেটির সঙ্গে মায়ার বাঁধন তৈরি হয়েছে।
খান্নুর বাড়ি উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলদুয়ার গ্রামে। তিনি বলেন, ভাগ্যরাজকে প্রতিদিন আপেল, মাল্টা, দেশীয় কলা খাওয়াই আমরা। পাশাপাশি তাকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়।
ভাগ্যরাজের পরিচর্যা করেন মূলত খান্নুর মেয়ে ইতি আক্তার। তারা জানান, গেলবার প্রত্যাশা অনুযায়ী দাম না ওঠায় গরুটি বিক্রি করতে পারেননি। এবার ২০ লাখ টাকায় বিক্রি করতে চান। 
ইতি বলেন, গরু বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে দিতে চাই।
সাটুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন বলেন, ফ্রিজিয়ার জাতের গরুটির ওজন ১ হাজার ৫৯০ কেজি অর্থাৎ ৪০ মণ। এটি উপজেলার সবচেয়ে বড় গরু। এছাড়া ৩০ থেকে ৩৫ মণ ওজনের আরও দুটি গরু আছে এ উপজেলায়।
এর আগে ২০১৮ সালে সাড়ে ১৮ লাখ টাকায় ৫০ মন ওজনের গরু ‘রাজাবাবু’ বিক্রি করেন খান্নু।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর