ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৫৬৮

বিএনপির এমপি’র গায়ে ‘মুজিব কোট’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ২৩ জুন ২০২০  

 বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ  মঙ্গলবার  জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে ‘মুজিব কোট’ পরে যোগ দিয়েছেন। হঠাৎ করে তার এই আচরণে দলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘এই মহামারির সময় কে কী কাপড় পরলো এগুলো নিয়ে এতো খেয়াল করার কী আছে। মুজিব কোটে ছয়টা বোতাম এবং কালো হয়। এর বাইরে অন্য কালারের (রঙ) কোটগুলো মুজিব কোট ধরা হয় না। এমনিতে মানুষ পাঞ্জাবির ওপর কোট পরে। আমিও পরেছি।’
তিনি  জানান, আজ সংসদ থেকে তিনি ওয়াকআউট করেছেন। সংসদে বৈঠকে সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি ওয়াকআউট করেন।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর