ঢাকা, ৩১ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৭ পৌষ ১৪৩২
good-food

মায়ের ‘দেনা’ পরিশোধের প্রতিশ্রুতি তারেক রহমানের, চাইলেন ক্ষমাও

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ৩১ ডিসেম্বর ২০২৫  

মা খালেদা জিয়ার যেকোনো ঋণ (দেনা) পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জীবদ্দশায় মায়ের কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

বুধবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে এ প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ”সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ (ধার) নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের আমার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। এ ধরনের কোনো ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করব আমি।”

জানাজা শুরুর আগে তারেক রহমান বলেন, “আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান। উনি জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ (টাকা-পয়সা ধার) নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব।”

তিনি বলেন, “মায়ের জীবদ্দশায় তার কোনো কথা বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মরহুমার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “উনার কোনো কথায় বা ব্যবহারে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি মরহুমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।”

বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সবাইকে দোয়ার অনুরোধ জানিয়ে বলেন, “দোয়া করবেন, আল্লাহতাআলা যেন উনাকে বেহেশত নসিব করেন।”

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর