ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৩২

রূপচর্চায় যত ভুল ধারণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ১০ মে ২০২১  

রূপচর্চা বেশ বড় বিষয়। যাঁদের আগ্রহ রয়েছে, তাঁরা নিজেদের যত্ন নিতে অনেক কিছুই জেনে নিন। আবার কেউ বা কাজ চালানোর মতো জ্ঞান নিয়ে ত্বক পরিচর্যা করেন। কিন্তু রূপচর্চা নিয়ে সাধারণ কিছু মিথ রয়েছে। রয়েছে কিছু ভুল ধারণা। এবার সেটা ভেঙে ফেলার সময় এসেছে।


১) তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োজন নেই
একেবারে ভুল ধারণা। প্রত্যেক ধরনের ত্বকেই প্রতিদিন ময়েশ্চারাইজার প্রয়োজন। মুখ ধোওয়ার সময়ই ত্বকের প্রাকৃতিক তেল বেরিয়ে যায়। ত্বক আবার প্রাকৃতিক উপায়ে তৈলাক্ত হয়ে যায়। কিন্তু যত্নের জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার। যাঁরা তৈলাক্ত ত্বকের অধিকারী, তাঁরা ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে হালকা ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


২) ন্যাচারাল মানেই সুরক্ষিত
ত্বক পরিচর্যায় প্রাকৃতিক জিনিস ব্যবহার করছেন মানেই সুরক্ষিত, এ ভাবনা নিশ্চয়ই আপনারও ছিল। কিন্তু তা সঠিক নয়। বহু ব্র্যান্ডেড বিউটি প্রোডাক্ট রয়েছে, যা সত্যিই প্রাকৃতিক উপাদানে তৈরি। আবার সব কেমিক্যাল ত্বকের ক্ষতি করে, এমনও নয়। বহু প্রোডাক্টের ফর্মুলা তৈরি করতে কিছু ভালো কেমিক্যালও ব্যবহার করা হয়। ফলে আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করুন।


৩) ডার্ক সার্কেল থাকলে চোখের ক্রিম প্রয়োজন
না! এ ধারণাও ভুল। খেয়াল করলে দেখবেন, চোখের নীচের অংশের চামড়া পাতলা হয়। আর বলিরেখাও সবচেয়ে আগে চোখের নীচেই পড়ে। বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায়। ফলে ডার্ক সার্কেল না থাকলেও চোখের যত্ন নিতে চোখের নীচের ত্বকে সঠিক ক্রিম মাসাজের প্রয়োজন রয়েছে।


৪) স্টিম নিলে লোমকূপের মুখ খুলে যায়
দেখুন, ত্বকের লোমকূপের মুখ খোলা বা বন্ধ হওয়া সম্ভব নয়। স্টিম নিলে লোমকূপের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়ে যায়।