ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৬৭

ডাকসু ভোট

লম্বা লাইন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১২ ১১ মার্চ ২০১৯  

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভোট। একই সঙ্গে চলছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদ নির্বাচন।

 

ভোট শুরু হয়েছে সকাল ৮ টায়। টানা চলবে বেলা ২ টা পর্যন্ত।

 

সকাল বেলাতেই দেখা যায় ভোটারদের লম্বা লাইন। নিয়ম অনুযায়ী ঠিক আটটায় ভোটকক্ষে উপস্থিত প্রার্থীদের সামনে ব্যালট বাক্স খুলে দেখান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। খালি ব্যালট বাক্স সবাইকে দেখানোর পর তা সিলগালা করা হয়।

ভোট শেষে আবার সবার সামনে খোলা হবে।

নিয়ম অনুযায়ী, আবাসিক হলগুলোয় এই ভোট গ্রহণ হচ্ছে। শিক্ষার্থীরা যাঁর যাঁর হলে ভোট দিচ্ছেন।

তবে ৩৮টি (ডাকসু ও হল সংসদ মিলে) ভোট দিতে বেশ কিছুক্ষণ সময় লাগছে। এ কারণে বেলা ২ টার মধ্যে সব ভোটারের ভোট নেয়া শেষ করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

 

ভোটের প্রচার পর্যন্ত উৎসব পরিবেশ থাকলেও শেষ মুহূর্তে অস্বচ্ছ ব্যালট বাক্সে (স্টিলের বক্স) ভোট গ্রহণের সিদ্ধান্ত জানানো, ভোটকক্ষে প্রার্থীদের এজেন্ট না রাখাসহ বেশ কিছু অভিযোগের কারণে ছাত্রলীগ ছাড়া অন্য প্রায় সব প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছেন।

 

বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৪ জন।

 

ছাত্রলীগ থেকে ভিপি পদে রেজওয়ানুল হক ও জিএস পদে গোলাম রাব্বানী, ছাত্রদল থেকে ভিপি পদে মোস্তাফিজুর রহমান ও জিএস পদে আনিসুর রহমান খন্দকার, প্রগতিশীল ছাত্রঐক্য থেকে ভিপি পদে লিটন নন্দী, জিএস পদে ফয়সাল মাহমুদ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে ভিপি পদে নুরুল হক ও জিএস পদে রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।