ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১২৯৮

সংসদ অধিবেশন শুরু: বৃহস্পতিবার বাজেট পেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪৯ ১০ জুন ২০২০  


জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন  বুধবার শুরু হচ্ছে। বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। প্রবীণ ও অসুস্থ এমপিদের অধিবেশনে না আসার পরামর্শ দেয়া হয়েছে। চীফ হুইপ নূর-এ আলম চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে ঝুঁকি থাকলেও বাজেট অধিবেশন থেকে যাতে নতুন কেউ সংক্রমিত না হন, সে বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।  প্রবীণ ও অসুস্থ এমপিদের অধিবেশনে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।  করোনা সতর্কতার অংশ হিসেবে সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে।
প্রথম দিনে অধ্যাদেশ উত্থাপন ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হবে। চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হবে। পরদিন ১১ই জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র ৫দিন আলোচনা হবে।
আগামী ২৯শে জুন অর্থবিল ও ৩০শে জুন মূল বাজেট পাস হবে। মাত্র ১২ কার্যদিবসে আগামী ৯ই জুলাই শেষ হতে পারে দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।