ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
১০০৩

সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ৬ অক্টোবর ২০১৯  

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ক্যাসিনো পরিচালনাসহ নানা ধরনের অপকর্মে জড়িত থাকার ঘটনায় আটকের পর ৬ অক্টোবর  রোববার তাদের বহিষ্কার করা হলো।


যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে আটকের পর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের পদধারী কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে আটক বা গ্রেফতার হলে তাকে বহিষ্কার করার বিধান রয়েছে। এই কারণেই সম্রাট ও আরমানকে যুবলীগের সব ধরনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ভোর ৫ টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব। দুপুরে তাদের সঙ্গে নিয়ে কাকরাইলের অফিসে অভিযান চালানো হয়।