ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৮ আষাঢ় ১৪৩২
good-food
২৯২

সৌদিতে দেখা যায়নি চাঁদ, বাংলাদেশে ঈদ কবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২১ ৯ এপ্রিল ২০২৪  

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার ৩০ রোজা পালন শেষে পরের দিন বুধবার  ঈদুল ফিতর উদযাপন করা হবে দেশটিতে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

 

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার ঈদুল ফিতর হবে।’

 

এদিকে এবার পবিত্র ঈদুল ফিতর ১০ নাকি ১১ মার্চ হবে, তা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জানা যাবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর