ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৮৪

২৮২টি পাটজাত পণ্যকে বহুমুখী ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৩ ১১ অক্টোবর ২০২০  

দেশে-বিদেশে চাহিদা ও বাজার তৈরি করতে পাটজাত পণ্যকে বহুমুখী হিসেবে ঘোষণা করেছে সরকার। 

 

ইতোমধ্যে ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটজাত পণ্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানামুখী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে জাতীয় অর্থনীতিতে পাটখাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

বর্তমান সরকারের এসব কর্মপরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দেশের রপ্তানি বাণিজ্যে এ খাত চামড়া খাতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

 

পাটখাত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করতে ‘ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, পাট আইন, জাতীয় পাটনীতি’ প্রণয়ন করা হয়েছে।

 

এসব আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

 

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার ( জেডিপিসি)’র মাধ্যমে পাট পণ্যের বহুমুখীকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

প্রায় ৭শ’ উদ্যোক্তা বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন পাট পণ্য উৎপাদন করেছেন, যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে।

 

পাটজাত পণ্যকে দেশে জনপ্রিয় করতে ব্যাপক প্রচার-প্রচারণাসহ বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর