ঢাকা, ২১ জানুয়ারি বুধবার, ২০২৬ || ৭ মাঘ ১৪৩২
good-food
১০

আইসিসি-বিসিবি টানাপড়েন: উদ্ভূত হতে পারে যে তিন পরিস্থিতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ২০ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এদিকে বিশ্বকাপও শুরু হতে বেশিদিন বাকি নেই। 

এমন কঠিন সময়ে কোন সিদ্ধান্ত আসতে পারে, সেটির দিকে তাকিয়ে সবাই। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কি বাংলাদেশের দাবি মেনে নেবে?

নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে? অথবা শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে যাবে?

এ নিয়ে চলছে নানা জল্পনা। এরই মাঝে রবিবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না সেটির চূড়ান্ত সিদ্ধান্তটা হবে আগামী বুধবার (২১ জানুয়ারি)।

তবে সোমবার আইসিসি এমন কোনো সময়সীমা বেধে দেয়নি জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 

এসবের মাঝে আসে আরেকটি খবর। সংবাদ সংস্থা এএফপি’ক আইসিসির এক সূত্র জানায়, বাংলাদেশ ভারতে না গেলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। 

তবে মঙ্গলবার জানা গেল আরেক খবর। বিবিসি জানায়, বিশ্বকাপে খেলার ব্যাপারে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি আইসিসি। 

তাহলে সিদ্ধান্ত কি আসছে আগামী বুধবার? নাকি বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে দেখা যাবে স্কটিশদের? 

এখন যেন সবকিছু সময়ের হাতে। এদিকে মঙ্গলবার ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি বনাম বাংলাদেশের যে ‘টানাপড়েন’ শুরু হয়েছে সেই সমস্যার সমাধানে উদ্ভূত হতে পারে তিনটি সম্ভাব্য পরিস্থিতি।

আইসিসি কোন পথে হাটঁতে পারে বা বিসিবি কোন সিদ্ধান্ত নিতে পারে সেটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সেই তিন বিকল্প পথই দেখা যাক—

অপশন ১: যদি বিসিবি সম্মত হয়
খেলাকে অগ্রাধিকার দিয়ে আইসিসির শর্তে সামান্য পরিবর্তন এনে ভারতে খেলতে রাজি হতে পারে বিসিবি। এ ক্ষেত্রে কলকাতা বা অন্যান্য ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হতে পারে।

অপশন ২: যদি আইসিসি অনড় থাকে
বিসিবির দাবিগুলো প্রত্যাখ্যান করে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন না করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সেক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলোকে পয়েন্ট দিয়ে দিতে পারে। এমন ঘটনা ১৯৯৬ বিশ্বকাপে ঘটেছিল। সেবার নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় যেতে অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

অপশন ৩: গ্রুপ পরিবর্তন
বিসিবির গ্রুপ পরিবর্তনের দাবিতে সম্মতি দিতে পারে আইসিসি। বর্তমানে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের সব ম্যাচ হবে ভারতে। আর শ্রীলঙ্কায় হবে ‘বি’ গ্রুপের ম্যাচ। ভারতে যাতে যেতে না হয়, এই কারণে গ্রুপ পাল্টে বাংলাদেশ যেতে চায় ‘বি’ গ্রুপে। তবে এ ক্ষেত্রে কোন দলকে সরিয়ে আনা হবে, সে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ হবে না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর