ঢাকা, ০৬ আগস্ট বুধবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৮৫৩

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩০ ২০ মার্চ ২০১৯  

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপিশিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা খরচ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন।

আবরারের মৃত্যুতে ক্ষতিপূরণ দেয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস একটি রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার।

আবরারের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না-রুলে তা জানতে চেয়েছেন আদালত। সড়ক পরিবহন সেতুসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রভাত পরিবহন কোম্পানিসহ আট বিবাদীকে সেই রুলের জবাব দিতে বলা হয়েছে।

কে এম জাহিদ সারোয়ার বলেন, ওই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদনও আদালতে দাখিল করতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বিআরটিএর চেয়ারম্যান বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।