ঢাকা, ১৮ মে রোববার, ২০২৫ || ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৩৬২

ইউজিসি সচিব খালেদ ওএসডি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ২৫ সেপ্টেম্বর ২০১৯  

নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউজিসি চেয়ারম্যানের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

কমিশন সূত্র জানায়, গেল এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। তার নিজের মেয়ে পরীক্ষার্থী ছিলেন। তবুও কমিশনকে না জানিয়ে তিনি কমিটিতে দায়িত্ব পালন করেন। 
এ ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পায়। ফলে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিনের সভায় নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়ে কমিশনের অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।