ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৫৯২

ঈদের দিন বৃষ্টির আভাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৪২ ৩১ জুলাই ২০২০  

 ঈদুল আজহার দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামনের কয়েক দিন ভারি বৃষ্টিপাত না হলেও শুক্র এবং শনিবার দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। রংপুর ও সিলেট বিভাগে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনার তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস থাকছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর