ঢাকা, ২৯ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ১৩ আশ্বিন ১৪৩২
good-food

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৯ ২৮ সেপ্টেম্বর ২০২৫  

উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

 

মাহফুজ আলম বলেন, অন্য উপদেষ্টারা নিশ্চিত (সার্টেইন) যে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হওয়া পর্যন্ত থাকবেন। আমি সার্টেইন (নিশ্চিত) না যে আমি কতদিন থাকবো।

 

এমন আশঙ্কা কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলগুলো বিষয়টি জানবে। রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে আসলে এখানে যে বা যারা কাজ করছে তাদেরকে কিভাবে সহযোগীতা করতে পারবে।

 

মাহফুজ আলম দাবি করেন, গত এক বছরের বাংলাদেশ গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। প্রত্যেকটা গোষ্ঠী অ্যাডমিন ক্যাডার তাদের স্বার্থ দেখে, কৃষি ক্যাডার তাদের স্বার্থ দেখে। কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না।

 

তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা কোন জিনিস করলে ভালো আইন পাবো, ভালো পলিসি পাবো। ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না। এছাড়া জুলাই সনদ দুই মাস ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর