ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪১৭

এইচএসসি পরীক্ষা হতে পারে নভেম্বরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ৩০ আগস্ট ২০২০  

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরিস্থিতি সাপেক্ষে নভেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা ভাবা হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওই সময় স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা হতে পারে।
করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এমন সুপারিশ করেছে। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা নভেম্বরেই হবে-এমন কথা বলা হচ্ছে না। ওই সময় স্বাস্থ্যবিধির বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সেগুলো নিশ্চিত হলে শিক্ষা মন্ত্রণালয় তারিখ দেবে। সেটা নভেম্বরে হতে পারে। 
তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এখন চিন্তাই করা যাবে না বলে জানান ডা. মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হয়, ততদিন স্কুল-কলেজ বন্ধ রাখা শ্রেয়।