ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
১২৬৮

এই খেলা বেশি জমে নির্বাচনের আগে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৫ ১৮ জানুয়ারি ২০১৯  

পেশাদার খেলোয়াড়রা জীবিকার তাগিদে এক ক্লাব থেকে আরেক ক্লাবে নাম লেখান। যে ক্লাবে বেশি সুবিধা বা বেশি টাকা পাওয়া যাবে, সেখানেই যোগ দেওয়াটাই চলসারা বিশ্বে সারা বছরই এসব চলছে।

এর মধ্যে কেউই কোনো অস্বাভাবিকতা দেখেন না। কেননা খেলোয়াড়দের কাজ খেলে অর্থ উপার্জন করা আর সমর্থকদের কাজ প্রিয় দলকে নিরন্তর ভালোবাসা সমর্থন জানিয়ে যাওয়া।

তাই খেলোয়াড়দের রুটি-রুজির জন্য দলবদল করতেই হয়; সমর্থকদের সে দায় নেই, তাদের দায় কেবল দলকে ভালোবাসার। আমাদের রাজনীতির মাঠের এরকম অনেক কুশীলব পেশাদার খেলোয়াড়দের মতোই।

যে রাজনৈতিক দলে গেলে বেশি সুবিধা, আরও বেশি মওকা মারার সুযোগ, ঝোপ বুঝে কোপ মারার মতোই তারা সেই দলে নাম লেখান।

তাই তো কেউদল থেকেদলে, কেউবাথেকেদলে, আবার কেউ অন্য কোথাও থেকে এসেকিংবাদলে বাকিংবাদল থেকে অন্য কোনো দলে হরদম যোগ দিচ্ছেন।

এই খেলা বেশি জমে প্রতিবার নির্বাচনের আগে-আগে। এবারও খেলা জমেছিল।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর