একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫৮ ২৮ মে ২০১৯
রেলওয়ের অনিয়ম হরহামেশা শুনি। কিন্তু এসব কতটা সত্যি, তা নিজের চোখে না দেখলে কাউকে বোঝানো যাবে না। তেমনি একটি অভিজ্ঞতার কথা বলছি। গত ৪ ও ৫ এপ্রিল রাতের ট্রেন ভ্রমণ করে সেই দৃশ্য নিজ চোখে দেখলাম। টিকিট করতে গিয়ে দেখি দালালের অভাব নেই। একজন বললেন, তার কাছে টিকিট আছে। আরাম করে বসে যেতে পারব। বললাম, কাউন্টার থেকে টিকিট নেবো। লোকটি বললেন, কাউন্টারে বসে যাওয়ার টিকিট পাবেন না। আরেকজন বললেন, ভাই টিকিট লাগবে না। আমার সাথে আসুন, আমি ট্রেনে আপনাকে বসিয়ে দেবো, আমার লোক আছে। ৩০০ টাকা দিলে হবে। এসব পাত্তা না দিয়ে কাউন্টার থেকে টিকিট কিনলাম। যেহেতু ৫ এপ্রিল সকালে কাজ, তাই যেভাবে হোক ঢাকা যেতে হবে। সিট না পেয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট নিলাম। টিকিট কেটে ট্রেনে উঠলাম। উঠে দেখি প্রচুর যাত্রী। দাঁড়িয়ে যাওয়ার মানুষ এত, তা ধারণাতেও ছিল না। বাসেও অনেকবার ঢাকায় গেছি, তাই রাস্তায় যানজটের অভিজ্ঞতাও আছে।
মন খারাপ করে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ পর পাশের যাত্রী থেকে জানলাম, তাদের কারো টিকিট নেই। বেশির ভাগ ট্রেনের কর্মচারীদের অল্প টাকা দিয়ে উঠেছেন। তারা সবাই ‘জামাই আদরে’ যাচ্ছেন। যেখানে দাঁড়িয়েছিলাম; পাশের বগিতে দেখি ট্রেনের কর্মচারীরা নাশতা বিক্রি করছেন। সেখানেও ১২-১৫ যাত্রী টুলে বসে যাচ্ছেন। হেঁটে তাদের পাশে গেলাম। এর মধ্যে একজন টিকিট চেক করতে এলেন। দেখি, যারা দাঁড়িয়ে এবং টুলে বসে যাচ্ছেন, তাদের প্রায় সবারই টিকিট নেই। টিকিট নেই কেন- জিজ্ঞেস করতেই তারা অন্য এক কর্মচারীকে দেখিয়ে দেন। যিনি টিকিট চেক করছেন, তিনিও কথা না বাড়িয়ে চলে গেলেন। তারপর দেখি যিনি টিকিট চেক করছিলেন তিনি টাকা ভাগবাটোয়ারা করে চলে যাচ্ছেন। টিকিট ছিল হাতেগোনা আমাদের কয়েকজনের কাছে। যিনি টিকিট দেখছিলেন তিনি বলছেন, এত দূর দাঁড়িয়ে যাবেন? আমাদের কর্মচারীর সাথে কথা বলুন। একটা টুল এনে দেবেন। কিছু টাকা দিতে হবে। এই হলো আমাদের রেলওয়ে। ৬ তারিখ আমার চাকরির ইন্টারভিউ।
দেখতে দেখতে কুমিল্লা চলে এলাম। স্টেশনে থামার পর দেখি অনেক যাত্রী নামছেন। অনেকটা ফাঁকা হলো বগি। দু-একটা সিটও খালি পড়ে রইল। তবে সেখানে বসার সুযোগ নেই। অবৈধ যাত্রীরা বসবেন। হঠাৎ পাশের যাত্রীকে দেখলাম একটি টুলে বসে আছেন। আমার দিকে চোখ পড়তেই বলে ওঠেন- ১৪০ টাকা দিয়ে টুল পেলাম। তিনি বলেন, আপনিও একটা টুল নিন। কতক্ষণ দাঁড়িয়ে যাবেন? তখন বলছিলাম- অর্ধেক তো চলে এলাম, আর অর্ধেকও না হয় এভাবে চলে যাবো। ঠিক এমন সময় ট্রেনের কর্মচারীর পরিচিত একজন ট্রেনে উঠলেন। ট্রেনের বগিতে লেখা আছে, ধূমপানমুক্ত এলাকা। কিন্তু তার হাতে সিগারেট। তাকে দেখি টুল এনে দিলেন তার বন্ধু। তারা সবাই একসাথে সিগারেট খাচ্ছেন আর আড্ডা দিচ্ছেন।
কুমিল্লার পরের এক স্টেশনে এক যাত্রী নামলেন। তার সিট খালি হলে আমার পাশের একজন বসে পড়লেন। তার সাথে অনেকক্ষণ কথা বলেছি। তিনিও জরুরি কাজে ঢাকা যাবেন। তিনি দাঁড়াতে পারছেন না, তাই বসে পড়লেন। কিন্তু বেশিক্ষণ বসতেও পারলেন না। হঠাৎ একজন উঠলেন ট্রেনে। তিনি বসে থাকা সবার টিকিট চেক করলেন। আমার পাশের যাত্রীর টিকিটে দেখেন সিট নেই, দাঁড়িয়ে যেতে হবে। তাকে উঠিয়ে দিয়ে নিজে বসলেন। বিষয়টি দেখে সবাই অবাক। পাশের যাত্রী তাকে বলছেন, আপনার টিকিট কই? তখন বসে থাকা লোকটি তাকে পারে তো মারবেন, এমন ভাব করে কথা বলছেন।
অন্য দিকে পাশের বগিতে কয়েকটা ছেলে সিগারেট খাচ্ছেন, তাই ওইদিকে যেতেও পারছি না। তাদের হাসির আওয়াজ কানে আসছে।
এভাবে এসব দেখতে দেখেতে ট্রেন ভ্রমণ শেষ হলো। বিমানবন্দর স্টেশনে নামলাম। নির্দিষ্ট কাজ শেষ করে ফের চট্টগ্রামে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। রাতে পৌঁছাতে হবে। গাজীপুর থাকেন এক সেনাকর্মকর্তার সাথে ভালো সম্পর্ক। তার সাথে দেখা না করলে তিনি কষ্ট পাবেন। তাই গাজীপুর যাওয়া। তিনি আমার জন্য চট্টগ্রামে যাওয়ার টিকিটের ব্যবস্থা করে রেখেছেন। যদিও ট্রেনে যাওয়ার স্বাদ আমার একবারেই ছিল না। কিন্তু টিকিট যখন ঠিক করে রেখেছে, তখন আর না করতে পারলাম না। সেজন্য আমাকে কমলাপুর রেল স্টেশনে যেতে হবে। সাথে ছিলেন আমার এক সঙ্গী। তাকে নিয়ে জয়দেবপুর রেল স্টেশন থেকে কমলাপুরের টিকিট কাটলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন এলো। তারপর যা হলো, তা দেখে অবাক। ট্রেনে তিল ধারণের জায়গা নেই। ছাদে প্রচুর মানুষ। সাথের জন ছাদে গেলেন। ছাদে ওঠার সাহস করতে পারিনি। তাই কোনো রকম ট্রেনের হাতল ধরে ভেতরে ঠেলে দাঁড়িয়েছি। যেভাবে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছেন যাত্রীরা, যেন নিঃশ্বাস নেয়ার উপায় নেই। এভাবে প্রতিটি স্টেশনে ওঠানামা করছেন যাত্রীরা।
বিমানবন্দর স্টেশনে এসে থামল ট্রেন। রেলওয়ে পুলিশ বাঁশি বাজিয়ে ট্রেনের ছাদ থেকে সবাইকে নামিয়ে দিচ্ছেন। ভাবছি; এরা ভেতরে এলে আরো নাকাল হবো। এ ছাড়া সঙ্গী ছাদে উঠেছেন। তাই তার খোঁজ করতে অনেক কষ্টে ঠেলে-ঠুলে নামলাম। এর মধ্যে সবাই যে যার মতো ছাদ থেকে নেমে ভেতরে আসছেন। সাথে যিনি ছিলেন তাকে দেখতে পেলাম না। ট্রেন থেকে নামার পর খুঁজছি। এর মধ্যে তার ফোন। জিজ্ঞেস করেন, কোথায়? বললাম প্রথম বগির দিকে। এসে দাঁড়ালেন পাশে। ততৎক্ষণে ট্রেনও ছেড়ে দিচ্ছে। উঠতে গিয়ে দেখি তিল ধারণের ঠাঁই নেই। শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পারলাম না। অথচ টিকিট পকেটে। এরপর সিদ্ধান্ত নিলাম বাসে করে কমলাপুর যাবো। ঠিক তখনই দেখলাম কিছু তরুণ এক লোককে টেনে নিয়ে যাচ্ছেন। তাদের অনুসরণ করলাম। জিজ্ঞেস করলাম, কী হয়েছে, টানছেন কেন? তারা বলেন, লোকটি ছাদে উঠেছেন। তাদের বলি, এখন কী করবেন? তারা বলেন, স্যারের কাছে নিয়ে যাবো। তাদের স্যার এক রেল পুলিশ (কনস্টেবল)। পুলিশ সদস্য কোনো কথা না শুনে একটি রুমে আটকে রাখলেন লোকটিকে। ভেতরে দেখি আরো কয়েকজন। তারা বলছেন, কাল আমাদের পরীক্ষা। ছেড়ে দিন। পুলিশ সে কথায় কান দিচ্ছেন না। এরপর পুলিশকে বললাম, ভাই তাদের শাস্তি কি এটাই? ছেড়ে দেবেন কখন? পুলিশ বলল, স্যার না এলে ছাড়া যাবে না। আর ১০০ টাকা করে দিতে হবে। এটা জরিমানা।
রওনা দিলাম কমলাপুরের পথে। পৌঁছে রাতের খাবার খেয়ে নির্দিষ্ট ট্রেনে উঠে নিজের আসনে বসলাম। একটু আগে আসায় পুরো স্টেশন একবার চক্কর দিলাম। আসার সময় যা দেখেছি তার পুনরাবৃত্তি দেখলাম। নিজের আসনে বসে পড়লাম। ট্রেনও ছেড়ে দিলো নির্দিষ্ট সময়ে। মাঝপথে এক যাত্রী নামায় সিট ফাঁকা হয়। ট্রেনের এক গার্ড সেখানে এক লোককে বসিয়ে দিলেন। ওই যাত্রী বললেন, ৩০০ টাকা দিয়ে এখানে বসতে পেরেছেন। এসব নিয়ে আর না ভেবে চোখ বন্ধ করেই চট্টগ্রাম ফিরলাম।
লেখক : শিক্ষার্থী, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম
[email protected]
- কবর জিয়ারতে যেসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ
- আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য কান্ট্রি: তারেক রহমান
- জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা এনসিপির
- শীতের তীব্রতা আরও বাড়বে
- শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ মেসি
- শ্রদ্ধার খুব জেদ, আলিয়া-অনন্যার চেয়ে বেশি পারিশ্রমিক নেয়: শক্তি
- তারেকসহ নির্বাসন থেকে ফেরা বিশ্বের নেতাদের সাতকাহন
- নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিচয়
- শীতে পানি পান করবেন কতটা
- ৫৮তম সেঞ্চুরিতে ১৬ হাজারি ক্লাবে কোহলি
- আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে যা জানা যাচ্ছে
- দেশে ফিরে ৩ দিন যেখানে যাবেন, যা করবেন তারেক রহমান
- নতুন রূপে ধরা দিলেন রুনা, কাড়লেন মন
- চাঁদাবাজরা ট্রেলার দেখিয়েছে, পিকচার আভি বাকি হ্যায়: হাসনাত
- ইসলামে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার শাস্তি কী?
- শীতকালে চুল পড়া বাড়ে কেন?
- হাদি হত্যা: ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮ অ্যাকাউন্ট অবরুদ্ধ
- দাদির কোলে ছবি দিয়ে জাইমার আবেগঘন পোস্ট
- কবীর সুমনের কথায় কেঁদে ভাসালেন শুভশ্রী!
- বিপিএলের উত্তাপ শুরু, আসতে শুরু করেছেন বিদেশিরা
- বিশ্ববাজারেও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
- আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
- আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
- পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদ
- ভোটে লাখ সেনা মোতায়েন, যৌথ বাহিনীর অভিযান শিগগিরই
- ভারতকে উড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান
- গলা ব্যথা হয় যেসব কারণে
- মনে পড়ে কি সেই শাকিল খানের কথা?
- পোস্টাল ব্যালট প্রেরণ, যেভাবে ভোট দেবেন প্রবাসীরা
- হাদি হত্যা: মামলায় ৩০২ ধারা সংযোজনের আদেশ
- শীত কি সত্যিই প্রেমের মৌসুম?
- মেসির ‘অমরত্বের’ তিন বছর
- মনে পড়ে কি সেই শাকিল খানের কথা?
- গলা ব্যথা হয় যেসব কারণে
- ভারতীয় ভিসা কেন্দ্র চালু
- `৭১-এর পর বাংলাদেশে ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে’ ভারত
- ওসমান হাদি: জীবন-মৃত্যুর লড়াইয়ের ৭ দিন
- নিয়ম মেনে চলার পরও ওজন কমছে না? জেনে নিন সমাধান
- পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদ
- মেহজাবীনের মামলার শুনানি পেছাল
- বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
- ‘সেভেন সিস্টার্স স্বাধীন কর’ স্লোগান: বাবর বললেন, ‘দুঃখজনক’
- প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদককে ইউনূসের ফোন
- শীতকালে চুল পড়া বাড়ে কেন?
- হাদির মৃত্যুতে তারকাদের কে কি লিখলেন
- মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় নামবেন তারেক রহমান
- আইপিএল: মোস্তাফিজকে কত দিনের এনওসি দিলো বিসিবি
- নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিচয়
- দাদির কোলে ছবি দিয়ে জাইমার আবেগঘন পোস্ট
- পোস্টাল ব্যালট প্রেরণ, যেভাবে ভোট দেবেন প্রবাসীরা


