ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৭৮৯

এবার দীপ্ত টিভির সাংবাদিক করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২১ ১২ এপ্রিল ২০২০  

এবার বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের এক সাংবাদিকের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

 

শনিবার চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যাতেই তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

 

ওই সাংবাদিক মোটামুটি সুস্থ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গায়ে হালকা জ্বর ছাড়া কাশি-সর্দি নেই তার। তিনি নিজেকে বাসাতেই সেলফ আইসোলেশনে রেখেছেন।

 

ফুয়াদ চৌধুরী বলেন, আক্রান্ত ওই সাংবাদিক পাঁচদিন আগে ডেস্কে কর্মরত অবস্থায় অসুস্থবোধ করলে তাকে বাসায় বিশ্রামে থাকতে বলা হয়েছিল। আক্রান্ত সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন সেদিন, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে আমরা তাদেরকে হোম কোয়ারেন্টিনে যেতে বলব।

 

গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রথম গত ৩ এপ্রিল ঢাকায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদকের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা ওই প্রতিষ্ঠানের ৪৭ জন কর্মীকে সেলফ আইসোলেশনে থাকতে বলে কর্তৃপক্ষ।

 

এরপর ৯ এপ্রিল যমুনা টেলিভিশনের এক সিনিয়র প্রতিবেদক আক্রান্ত হন, তার সংস্পর্শে আসা ৩৪ জন সহকর্মীকেও সেলফ আইসোলেশনে পাঠায় কর্তৃপক্ষ।

 

এরপর শুক্রবার বাংলাদেশের খবর নামের একটি দৈনিকের একজন সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।