ঢাকা, ২২ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১
good-food
৮৯৩

করোনা পরীক্ষা করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৮ ২০ মে ২০২০  

 করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন আরও একজন সাংবাদিক। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরীক্ষা করতে গিয়ে অপেক্ষমাণ অবস্থায় অসুস্থ হয়ে ঢলে পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাংবাদিকের নাম এম মিজানুর রহমান খান। তিনি ‘দৈনিক বাংলাদেশের খবরের’ সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও মিজানুরের সহকর্মী শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত সাংবাদিকরা জানায়, বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিজানুর গিয়েছিলেন করোনা পরীক্ষা করতে। সেখানে অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ডিআরইউতে উপস্থিত সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর