ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২
good-food
২৭

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, যে আলাপ হলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০৯ ২৫ এপ্রিল ২০২৫  

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চারদিনের সরকারি সফরের শেষ দিনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈঠকটি অনুষ্ঠিত হয় দোহায় কাতারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, কাতারের দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’। এই সম্মেলনে অংশ নিতে অধ্যাপক ইউনূস চারদিনের সরকারি সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন।

 

সফরের অংশ হিসেবে গত সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান। এর আগে তিনি একই দিন সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন।