ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৬৩

চুলে বাহারি ছাঁট দিতে পারবে না স্কুলছাত্র 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ২২ মার্চ ২০১৯  

কোন স্কুলছাত্র মাথার চুলে বাহারি কোন ছাঁট দিতে পারবে না। চুল কাটার কোন সেলুন যদি কোন ছাত্রের চুলে স্টাইল করে দেয়, তাহলে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে।

এ নোটিশ জারি করেছে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা পুলিশ এবং স্থানীয় শীল সমিতি।  

সম্প্রতি ভূঞাপুরের কিছু অভিভাবক এবং শিক্ষক স্থানীয় থানার ওসির কাছে গিয়ে অভিযোগ করেন যে স্কুলের শিক্ষার্থীরা বখাটে ছেলেদের অনুকরণ করে চুলের নানা ধরনের স্টাইল করছে এবং এতে তাদের চরিত্রহানির আশংকা রয়েছে।

 

এ নিয়ে ওসি মো. রাশিদুল ইসলাম গেল সপ্তাহে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় ক্ষৌরকার সম্প্রদায়কে নিয়ে বৈঠক করেন।

এরপর নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, হেয়ার স্টাইল, দাড়ি ও গোঁফ মডেলিং সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে ...  এবং এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

ভূঞাপুর শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল জানান, ভুয়াপুরের ওসি সভা করে তাদের বলেছেন সাধারণ চুল ছাঁটা ছাড়া চুলে কোন ধরনের স্টাইল করা যাবে না। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় যে আদেশ অমান্যকারীদের দণ্ড দেয়া হবে।

 

স্থানীয় কিছু অভিভাবক ও শিক্ষক এবং থানার কর্মকর্তার সঙ্গে আলোচনার পর ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

 

তবে শুধু ভূঞাপুর নয়। পাশের থানা সখিপুরেও গত মাস থেকে একই ধরনের নিষেধাজ্ঞা বলবত রয়েছে।