ঢাকা, ০৩ আগস্ট রোববার, ২০২৫ || ১৯ শ্রাবণ ১৪৩২
good-food
৪৩১

চোখ ওঠা রোগীদের নিয়ে বিমানবন্দরের জরুরি নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১০ ২৭ সেপ্টেম্বর ২০২২  

চোখ ওঠার ৭ দিনের মধ্যে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমার্মে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, সম্প্রতি বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগে প্রতিদিন চোখ ওঠা আক্রান্ত বহির্গামী যাত্রী পরিলক্ষিত হচ্ছে। পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে এ জরুরি নির্দেশনা দেয়া হলো।

 

এতে বলা হয়, কোনও যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশে যাওয়া জরুরি হয়, সেক্ষেত্রে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন। তাদের কাছে উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ নেবেন।

 

এছাড়া সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে চোখ ওঠা রোগীদের। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করবেন। উল্লেখিত ডকুমেন্টস যাচাই-বাছঅই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন। অন্যথায় বিদেশ গমন করা যাবে না।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর