ঢাকা, ১৪ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৩০ শ্রাবণ ১৪৩২
good-food
৫৮৭

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

জাঁকিয়ে বসছে শীত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩১ ৪ ডিসেম্বর ২০১৯  

দেশের বিভিন্ন এলাকায় শীত জাঁকিয়ে বসছে। ঠাণ্ডা হাওয়া বইছে অনেক স্থানে। মৌলভীবাজার শ্রীলমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে ওই উপজেলায়। মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে রয়েছে কনকনে ঠাণ্ডা বাতাসও।

বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গলে দিনের বেলা কিছুটা তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান,  শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’

তিনি আরো জানান, চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত এই তাপমাত্রা। এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

 

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর