ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
৫২০

জাবিতে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ২৮ সেপ্টেম্বর ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষক সানওয়ার সিরাজের শাস্তির পাশাপাশি এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদেরও বিচারের আওতায় জোর দাবি জানান।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিলউজ্জামান বলেন, শিক্ষকরা আমাদের অভিভাবক। এই অভিভাবক যখন রক্ষক না হয়ে ভক্ষকের চেষ্টা করে তখন সেই শিক্ষক আর অভিভাবক হতে পারে না। লম্পট সানওয়ার সিরাজ ওই শিক্ষার্থীকে নানা ভাবে যৌন হয়রানি করেছে।  যারা জড়িত তাদেরকে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জানা যায়, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সানওয়ার সিরাজের বিরুদ্ধে একই বিভাগের নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ‘অনৈতিক প্রস্তাব’ ও তাতে সাড়া না দেওয়ায় একটি কোর্সে নম্বর কম প্রদানসহ বেশ কিছু অভিযোগে উঠেছে। পরে ঐ শিক্ষার্থী ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন। 

অভিযুক্ত শিক্ষক একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ‘অনৈতিক সম্পর্কে লিপ্ত’ বলে জানিয়েছেন তার স্ত্রী। মানববন্ধনে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।