ঢাকা, ১৬ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ৩ মাঘ ১৪৩২
good-food

জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৩ ১৬ জানুয়ারি ২০২৬  

জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, “২৬৮ আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।”

‘একলা চলো নীতি’ গ্রহণের জন্য ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং জামায়াতের ইসলাম পরিপন্থী কর্মকাণ্ড ও ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়াকে দায়ী করেছেন গাজী আতাউর রহমান।

তিনি বলেন, “ইতোমধ্যে সারাদেশে ২৭০ আসনের মধ্যে আমাদের ২৬৮টি মনোনয়ন বৈধ হয়েছে। সেসব আসনে এককভাবে নির্বাচন করব আমরা। ইসলামপন্থী শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই।”

রাজনৈতিক ইস্যু হিসেবে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, “জামায়াতের আমির আমাদের সঙ্গে আলোচনা না করে বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে আসন সমঝোতা ও ভাগাভাগি করার কথা বলেছেন। ফলে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে, এই নির্বাচন পাতানো হবে কিনা?” 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর