ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৪৪১

জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৫ ২৭ আগস্ট ২০২০  

করোনার কারণে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। চলতি বছরের (২০২০) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দুটি বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ২৩ আগস্ট জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেই সারসংক্ষেপে সম্মতি দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সম্মতিপত্র বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। পরবর্তী করণীয় নির্ধারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন,পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।
উল্লখ্য, মহামারী করোনার কারনে এবারের পিইসি ও এবতেদায়ী পরীক্ষাও বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় এই পরীক্ষা নেবে। 
এদিকে করোনার কারনে শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় নতুন পার্ঠসূচি তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। এই পাঠ্যক্রম করোনা পরবর্তী স্কুল কলেজ খুললে বাস্তবায়ন করা হবে।