ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৫৫

‘ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ১১ মার্চ ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেলা ২টায় ভোট শেষে তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করে এক উদাহরণ সৃষ্টি করেছে। উদ্যমী শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

বামপন্থী কোটা সংস্কার ও স্বতন্ত্র জোট নেতা এবং কর্মীদের প্রতিবাদে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের নির্বাচন বিলম্বিত হওয়ায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

আন্দোলনের কারণে রোকেয়া হলের ভোটগ্রহণ স্থগিত হয়ে পড়ে। বিকাল ৩টায় আবার ভোট শুরু হয়।