ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৪১২

তাজমহলে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১০ ১৭ মার্চ ২০২০  

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ভারতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। চিকিৎসকরা সংক্রমণ এড়াতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে তাজমহলে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। 

সোমবার রাতে ভারতের পর্যটনমন্ত্রী ট্যুইট করে এ কথা জানিয়েছেন। 

তিনি জানান, দর্শনার্থীদের জন্য আপাতত বিশ্বের সপ্তম আশ্চার্য তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী ট্যুইট করে জানান, দেশের সমস্ত স্মৃতিসোউধ এবং জাদুঘর আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।'

ইতিমধ্যেই ভারতে সিনেমা হল এবং থিয়েটার হলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হচ্ছে দেশের। এছাড়া বিদেশি পর্যটকদের এদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর