ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৩৮৭

‘ত্রাণ বিতরণ করবে শুধু সেনা ও নৌবাহিনী’ - সংবাদটি অসত্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৩ ৪ এপ্রিল ২০২০  

‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ - এই সংবাদটি অসত্য ও বানোয়াট।  জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

 

তিনি বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

 

শুক্রবার এক বিবৃতিতে ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

 

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহসানুল করিম।