ঢাকা, ০৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১
good-food
২৬৮

দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ১০ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ২১ আগস্ট ২০২৩  

একদিনেই প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়লো ১০ টাকা পর্যন্ত। পেঁয়াজ রপ্তানির ওপর ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় এমন মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, নতুন করে মূল্যবৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কোটার ভিত্তিতে নিত্যপণ্য আমদানির সরকারি উদ্যোগ বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। 

 

এমনিতেই উর্ধ্বমুখী ছিল পেঁয়াজের বাজার। পণ্যটি রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণয় আরও চড়লো দাম। রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে।  


শুল্ক বাড়ানোর ঘোষণার পর শনিবার বিকালেই রাজধানীর কারওয়ান বাজারে কেজি প্রতি আট থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে যায় পেঁয়াজের দাম। রোববার সকালে পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০, আর ভারতীয় পেঁয়াজের বিক্রি হয় ৬০ টাকায়। KSRM

 

এদিকে, শুরু হয়েছে ভারত থেকে বাড়তি শুল্পে পেঁয়াজ আমদানি। তবে তার আগেই হিলি স্থলবন্দরে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন পেঁয়াজের দাম। মূল্যবৃদ্ধির জন্য বাড়তি শুল্ককে দায়ী করছেন তারা।  এক দিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। 

 

অর্থনীতিবিদরা বলছেন, সরকার ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্য কোটার ভিত্তিতে আমদানি করতে চাচ্ছে। এ ব্যবস্থা দ্রুত কার্যকর করার পরামর্শ তাদের। 

 

অর্থনীতিবিদ  ড. আহসান এইচ মনসুর বলেন, “ভারতের সাথে আলোচনা শুরু করেছে। পণ্য আমদানীর কোটা থাকবে, তাতে কোনো রকমের বিধি-নিষেধ দেওয়া যাবে না বা দেওয়া হবে না- এটা বাংলাদেশ সরকার চাচ্ছে। ভারত সরকার সেখানে কিছুটা নমনীয়তা দেখিয়েছে।”


কোন কারণে ভারত থেকে আমদানি বাধাগ্রস্ত হলে সরকারকে বিকল্প বাজার ঠিক রাখতে হবে বলেও মত অর্থনীতিদিদের।