ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
২৭৮

নাঈমের ঘাতকদের দ্রুত বিচার দাবিতে আল্টিমেটাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২০ ২৫ নভেম্বর ২০২১  


রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। বিক্ষোভ ও অবস্থান শেষে দুপুরে জিরো পয়েন্টে নটরডেম কলেজের শিক্ষার্থীরা সহাপাঠী নাঈম হাসানের ঘাতকদের দ্রুত বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় রোববার তারা পুনরায় রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে।

 সকালে সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের দ্রুত বিচার দাবি করে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগরভবন ঘেরাও করে। তারপর রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, নবাবপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।