ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২
good-food
২১

নির্বাচনে নাক গলালে দাঁতভাঙা জবাব: ভারতকে এনসিপি নেতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৫ ৭ জানুয়ারি ২০২৬  

ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মিছিল ‘আধিপত্যবাদ বিরোধী যাত্রা’য় বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘নাক না গলানোর’ আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, কোনো দেশ এই চেষ্টা করলে তাকে দাত ভাঙা জবাব দেওয়া হবে।

বুধবার বিকালে রাজধানীর নতুন বাজার এলাকায় ওই মিছিলটিকে অবশ্য আটকে দেয় পুলিশ।

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিক ফেলানী খাতুন নিহত হওয়ার ১৫ বছর পূর্তির দিন ওই কর্মসূচি নিয়েছিল এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।

বাংলাদেশ-ভারত সীমান্তে বিচারবহির্ভূত হত্যা ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এ যাত্রা করে দলটি।

বিকেল ৪টায় শাহজাদপুর থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা হওয়া মিছিলটি আটকে দিলে নেতাকর্মীরা কুড়িলমুখী সড়কে দাঁড়িয়ে স্লোগান ও বক্তব্য দেন।

এ সময় 'দিল্লি না, ঢাকা, ঢাকা, ঢাকা', 'কাঁটাতারের ফেলানী, আমরা তোমায় ভুলিনি', 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সেখানে রিকশায় দাঁড়িয়ে বক্তব্য দেন এনসিপির নেতারা।

ফেলানী হত্যার ঘটনা উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “সীমান্তে তখন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল।”

ভারতের মদদেই ২০০৯ সালে আওয়ামী লীগ পিলখানায় ও ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের বিচার করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ভারতের বিচারের উদ্যোগ নেওয়ার দাবিও জানান এনসিপি নেতা। তিনি বলেন, “বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোনো দেশ নাক গলানোর চেষ্টা করলে জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।”

এনসিপির ঢাকা উত্তরে সদস্য সচিব   সরদার আমিরুল ইসলাম বলেন, “বিএসএফ বাহিনী এ দিনে ফেলানীকে ঝুলিয়ে রেখেছিল, আমরা সে দিনকে ভুলিনি। সেদিনের স্মরণে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসলাম।”

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর