ঢাকা, ২০ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food
১০

নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ১৯ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দেশের লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এই নির্দেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব লাইসেন্সধারীকে ৩১ জানুয়ারির মধ্যে তাদের বৈধ আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দিতে হবে। এছাড়া নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা অমান্য করলে অর্থাৎ এই সময়ের মধ্যে অস্ত্র জমা না দিয়ে বহন বা প্রদর্শন করলে তা আইনত অবৈধ এবং শাস্তিযোগ্য হবে।

তবে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্য, বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নির্দেশনার আওতায় আসবেন না।

এছাড়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত প্রার্থীদের এবং তাদের অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের বৈধ অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য ‘দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮’-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর