ঢাকা, ০১ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৬ শ্রাবণ ১৪৩২
good-food
১৭৯৪

ফুল দিয়ে বরণ করা হলো রোজিনাকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ২৩ মে ২০২১  

কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রোববার বিকেল ৪টা ১২ মিনিটে তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কারামুক্ত হওয়ার পর রোজিনা ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

দুপুর সাড়ে ১২টার দিকে ‘গুপ্তচরবৃত্তি’ ও ‘রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার’ অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। এই মামলায় ভার্চুয়ালি শুনানি নিয়ে রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ রোজিনা ইসলামের জামিনের আদেশ দেন ।

 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেওয়া হয়েছে। জামিনে শর্ত অনুযায়ী বিচারক রোজিনার পাসপোর্ট আদালতে জমা রাখার আদেশ দেন।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর