ঢাকা, ০১ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৭ শ্রাবণ ১৪৩২
good-food
৫৮১

ফের প্রেসক্লাবের সভাপতি ফরিদা, এবার সাধারণ সম্পাদক শ্যামল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৪৬ ১ জানুয়ারি ২০২৩  

প্রেসক্লাব নির্বাচনে আবারও সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি পেয়েছেন ৫৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। তবে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। তিনি পেয়েছেন ৪৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান (বিদায়ী সাধারণ সম্পাদক) পেয়েছেন ৪৭৪ ভোট।

 

ফরিদা-শ্যামল দুজনেই আওয়ামী পন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

 

ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী।

 

এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, বখতিয়ার রাণা, মোহাম্মদ মোমিন হোসেন ও সীমান্ত খোকন।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর