ঢাকা, ১৪ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৩০ শ্রাবণ ১৪৩২
good-food
৪৫৯

বজ্রবৃষ্টি হতে পারে ৪ দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৪ ১৩ এপ্রিল ২০২০  

আগামী চার দিন দেশে বৃৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

 

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাঙ্ামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তারলাভ করতে পারে।

 

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

 ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আবহাওয়া পূর্বাভাসের তথ্যানুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর